Thursday, July 1, 2021

বিয়ের স্মারকের লেখার জন্য / কিভাবে বিবাহের স্মারকে লেখা দিব/ স্মারকের জন্য লেখা দিব

বিয়ের স্মারকের লেখার জন্য / কিভাবে বিবাহের স্মারকে লেখা দিব/ স্মারকের জন্য লেখা দিব

সুখময় জীবনের নতুন মুসাফির
   আ ন ও য়া র  হু সা ই ন



হাফিজ মাওলানা আব্দুল করিম। মানবিক বহুবিদ গুণাবলির এক নন্দিত নাম। কানাইঘাটের সুনাম।
গর্দনা কান্দির গর্বের ধন। জামেয়া যাত্রাবাড়ীর সূর্য সন্তান। তিনি এক মেধাবী, ধীমান ও প্রতিভাবান। একাধারে তিনি একজন হাফিজ, আলিম ও মুদাররিস। পাশাপাশি একজন  আদর্শ শিক্ষক ও তারুণ্যের প্রতীক। আপন মেধা ও প্রতিভায় স্বনামে পরিচিত। সুনামে খ্যাত। ইলমি আঙ্গিনায় সমাদৃত। ছাত্র-শিক্ষক সবার কাছে প্রশংসিত। চলনে-বলনে মায়াবী আচার-আচরণে সোহাগী। তিনি মুলায়েম অমায়িক। বাসতাতান ফিল ইলমে ওয়াল জিসমের উপমা। অফলাইনে ও অনলাইনে সরব ও পরিচিত। সর্বোপরি তিনি সামাজিক ও পারিবারিক জীবনে উত্তম ব্যক্তি।

এতোদিন ছিলেন বৈরাগী৷ ছিলেন সাধু সন্যাসী। মুজাররাদ কমিটির চলমান মেম্বার। এই অসহায় কমিটির  প্রায় সকল পদেই অধিষ্ঠিত ছিলেন। তবে এপদের মেয়াদ প্রায় শেষ হওয়ার পথে। আর মাত্র দু-তিন দিন বাকী। নতুন জীবনের পালে হাওয়া লেগেছে।

বন্দু করিমের বিয়ে। একাকিত্বের পথ মাড়িয়ে যুগল জীবনে পদার্পন করতে যাচ্ছেন করীম ভাই। সেটা নিঃসন্দেহে খুশির বিষয়। সাথে ভাবনার বিষয় " আদূরে ভাবী এসে যদি আমাদের এ প্রিয় মানুষটিকে শুধুই তার করে নেন। আর আমাদের আশায় বালি ছিটিয়ে দেন।" না, তা হতে দিব না, আমরা করিম ভাইকে অবশ্যই আগের মত রাখব।

এই জীবনের দুই অভিযাত্রীর একজন স্বামী, অপরজন স্ত্রী। আল্লাহ তাআলার ইচ্ছায় এ জোটির সৃষ্টি, বিকাশ ও সংযােগ। আল্লাহ তা'আলা তার পাক কালামে ইরশাদ করেন : “আমি তােমাদের মধ্য থেকেই অস্তিত্বে এনেছি তােমাদের সাথীকে। যাতে তােমরা তাদের নিকট স্বস্তি খুঁজে পাও। আর তােমাদের মধ্যে সৃষ্টি হয় টান, ভালােবাসা ও বন্ধুত্ব।”
বৈবাহিক জীবনের এই টান ভালােবাসা ও বন্ধুত্ব নিঃসন্দেহে আল্লাহ পাকের প্রত্যক্ষ ইচ্ছার বহিঃপ্রকাশ। কিন্তু এই গুরুত্বপূর্ণ সম্পর্ক বা বন্ধনটিকে একান্ত অবাধ মুক্ত আর দিক নির্দেশনাহীন ছেড়ে দেয়া হয়নি। এর জন্য দেয়া হয়েছে উৎকৃষ্টমানের নির্দেশনা, আচার-অনুষ্ঠান ও বিধি নিষেধ। এসব নীতি নিয়ম পালন করলে শুধু যে দাম্পত্য জীবন সুখময় হয়ে ওঠবে তাই নয়, বরং মানব সভ্যতার কেন্দ্রবিন্দুরূপে পরিবারে প্রশান্তি নেমে আসায় গােটা বিশ্বজগত হয়ে ওঠবে শান্তি সুখের নীড়।

বন্ধু আব্দুল করিম সেই শান্তি সুখের নীড়ের চলন্ত সিঁড়িতে পা রাখতে যাচ্ছেন। তাঁর সুখময় জীবনের সাথী সাহজাদী কুলসুমা জান্নাত জাহরা। মহান আল্লাহ তাদের শাদী মোবারকে বরকত দান করুন
আব্দুল করীম ও কলসুমা জান্নাত জাহরা দম্পতির মধ্যে যেন আল্লাহ তা'য়ালা মুসলিম ইতিহাসের সেরা দম্পতি হযরত আলী ও ফাতেমা রাযি আল্লাহু আনহুমার ন্যায় পরস্পর ভালবাসা, সহযোগীতা ও সহমর্মীতা সৃষ্টি করে দেন। তাঁদের জীবন জগতে ও বংশধরদের আলোকময় করেন। দুনিয়া আখিরাতের সুখ সাচ্ছন্দ, সফলতা,
তাদের পদ চুম্বন করুক।  আমীন!

1 comment:

  1. Casino City | The drmcd
    Casino City offers 서귀포 출장마사지 some of the most memorable and fun gaming 양산 출장마사지 experiences of the 군포 출장안마 downtown. You'll be immersed 청주 출장마사지 in the most engaging and thrilling ‎The Pool · ‎Casino · ‎Mardi 경상남도 출장마사지 Gras · ‎Poker · ‎Casino Dining

    ReplyDelete