Thursday, April 9, 2020

আজকে জুমু‘আ না যোহর পড়বেন? একটু দেখে নিন উলামায়ে কেরাম কী বলছেন। দারুল উলূম দেওবন্দের ফাত্ওয়া অনুযায়ী শর্তসাপেক্ষে বাড়ির উন্মুক্ত স্থানে জুমু‘আ পড়া যাবে।

আজকে জুমু‘আ না যোহর পড়বেন?
একটু দেখে নিন উলামায়ে কেরাম কী বলছেন।


দারুল উলূম দেওবন্দের ফাত্ওয়া অনুযায়ী শর্তসাপেক্ষে বাড়ির উন্মুক্ত স্থানে জুমু‘আ পড়া যাবে।


মুফতি তাকি উসমানী দা.বা. তথা দারুল উলূম করাচীর ব্যাখ্যানুযায়ী বাড়িতে বাড়িতে জুমু‘আ না পড়ে যোহর পড়বেন। (তাকি উসমানী দা.বা.-এর ক্বালবি ইনশেরাহ ও দিলি রুজহান)।

করোনা ভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে ফকীহদের ইজতিহাদ/গবেষণার আলোকে দু'টি মতামতই সহিহ। নতুন পরিস্থিতিতে সৃষ্ট জটিলতায় ইজতিহাদি মতভিন্নতা থাকতেই পারে ফকিহদের মধ্যে।
বাংলাদেশের গ্রহণযোগ্য মুফতি ও ফকিহদের মধ্যেও এ দু'ধারার মতামত রয়েছে।

যেমন বাংলাদেশের আলেমদের মধ্যে মুফতি আব্দুল মালেক সাহেব দাঃবাঃ। ও মুফতি মিজানুর রাহমান সাহেব দাঃবাঃ। তাদের মতে চার পাঁচজন করে বিল্ডিংয়ে বিল্ডিংয়ে এইভাবে ছোট ছোট জামাত করে জুমা পড়া যাবেনা, আমরা সবাই যোহর পড়ে নেব। তবে মিজানুর রহমান সাহেব এ কথাও বলেছেন যে সমস্ত জায়গায় বড় বড় বিল্ডিংয়ে নামাজের রুমের আলাদা ব্যবস্থা আছে সেখানে সর্বোচ্চ দশজন একত্রিত করে জুমা আদায় করা যেতে পারে।  আর মুফতি মানসুর সাহেব দাঃবা এবং অন্যান্যদের মতে খুতবা পড়নে ওয়ালা কেউ থাকলে চার পাঁচ জন করে বিভিন্ন বিল্ডিংয়ে জুমা পড়া যাবে।

এটাই ইসলামের সৌন্দর্য্য। উভয় মতের পক্ষে যথেষ্ট যুক্তি ও প্রমাণাদি রয়েছে। আপনি চাইলে জুমু‘আ পড়তে পারেন অথবা যোহরও পড়তে পারেন। জামে মসজিদগুলোতে নির্দিষ্ট দশজন তো অবশ্যই জুমু‘আ পড়বেন।

আশা করা যায় উপরে উল্লেখযোগ্য দুটি মতের যেকোন একটির উপর আমল করলে ইনশআল্লাহ তা শুদ্ধ হবে।

No comments:

Post a Comment