Thursday, April 16, 2020

মসজিদের জামাতে মুসল্লিদের সংখ্যার বাধ্যবাধকতা তুলে নেয়া হোক; সরকারের প্রতি আল হাইয়াতুল উলইয়া এর আহবানে শীর্ষ ওলামায়ে কেরামের আহ্বান

মসজিদের জামাতে মুসল্লিদের সংখ্যার বাধ্যবাধকতা তুলে নেয়া হোক;
সরকারের প্রতি আল হাইয়াতুল উলইয়া এর আহবানে শীর্ষ ওলামায়ে কেরামের আহ্বান

বর্তমান_পরিস্থিতে_জুমুয়া_পাঞ্জেগানা_ও_তারাবি_নিয়ে_শীর্ষ_উলামায়ে_কেরামগনের_জরুরি_বৈঠকে যা সিদ্ধান্ত হয়৷


sanaullah khan:

আজ 16 এপ্রিল 2020 সকাল 10 টা হতে ১ টা পর্যন্ত ঢাকার দীনিয়া শামসুল উলুম মতিঝিল মাদ্রাসায় আল হাইয়াতুল উলইয়া এর আহবানে শীর্ষ ওলামায়ে কেরামের বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বর্তমানে বিরাজমান করুণা পরিস্থিতিতে জুমুয়া, পাঞ্জেগানা ও তারাবির জামা'আত নিয়ে কোরআন হাদিস ও শরীয়তের আলোকে দীর্ঘ আলোচনা-পর্যালোচনা হয়।
 গত ২৯ মার্চ ২০২০ইসলামিক ফাউন্ডেশন হতে জারিকৃত সিদ্ধান্তবলী বাস্তবায়নের ব্যাপারে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়
যে,  কোন সংখ্যা বেঁধে দিয়ে জুমু'আ-জামা'আত হতে যেন সুস্থ লোকদেরকে বাধা না দেওয়া হয়।

 29 মার্চের সেই সিদ্ধান্তে আট শ্রেণীর মুসল্লিকে মা'জুর হিসাবে গণ্য করা হয়েছিল। এর বাইরে অন্যদেরকে মসজিদে আসার সুযোগ দেয়া হয়েছিল।

 কিন্তু পরবর্তিতে ওলামা কিরামের সাথে পরামর্শ না করেই বিশেষ অবস্থার প্রেক্ষিতে ধর্মমন্ত্রনালয় 6 এপ্রিল এই মর্মে একটি নির্দেশ জারি করে দেয় যে , পাঞ্জেগানা জামাতে পাঁচজন আর জুমার জামাতে মাত্র 10 জন উপস্থিত হতে পারবে।
কিন্তু গত সপ্তাহে দেখা গেল এই বিষয়টি বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির কারণ হয়ে দাঁড়িয়েছে। কোথাও কোথাও স্থানীয় কিছু মুসুল্লিদের কে নিয়ন্ত্রণের নামে মসজিদ তালাবদ্ধ করে দেয়া হয়।
 এভাবে বিষয়টি চলতে থাকলে ,  শরীয়তের নির্দেশনা অগ্রাহ্য করা হয় এবং সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টির সুযোগ সৃষ্টি হয়।

আজকের বৈঠকে ওলামায়ে কিরাম  বলেন , যারা শরীয়তের দৃষ্টিতে মা'জুর (অপারগ) নয় , তাদেরকে স্বাস্থ্য-সুরক্ষা নিয়ম মেনে মসজিদে আসতে দেয়া হোক।
 আর এই বিষয়টি প্রশাসন , স্থানীয় জনপ্রতিনিধি ও মসজিদ কমিটি নিশ্চিত করবে। তারাই তদারকি করবেন , কে সুস্থ , কে অসুস্থ বা ঝুঁকিপূর্ণ।  ইমাম-খতিববৃন্দ কেবল শরীয়তের নির্দেশনা জানিয়ে দেবেন। তারা এই দায়িত্ব নিবেন না।

উপস্থিত ছিলেন মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী, মাওলানা নূর হোসেন কাসেমী, মাওলানা আরশাদ রহমানী ,মাওলানা আব্দুল মালেক, মাওলানা মুফতি দিলাওয়ার সাহেব, মাওলানা মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা মাহফুজুল হক, মুফতি ইয়াহিয়া, মাওলানা নুরুল আমিন , মুফতি সাইফুল ইসলাম মাদানী, মাওলানা সফিউল্লাহ,  মুফতি মোহাম্মদ আলী , মুফতি মাহমুদুল হাসান সহ আরো অনেকে।

কো-চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়।

No comments:

Post a Comment