Wednesday, April 22, 2020

রমযান মাসে বার জন মুসল্লীদের অংশগ্রহণে এশা ও তারাবীর নামাজ মসজিদেই অনুষ্ঠিত হতে পারবে৷ সরকার

রমযান মাসে বার জন মুসল্লীদের অংশগ্রহণে এশা ও তারাবীর নামাজ মসজিদেই অনুষ্ঠিত হতে পারবে৷
সরকার

হাইয়াতুল_উল্ইয়ার_সরকারের_সাথে_আজকের_বৈঠক_কী_ও_কেন?

মুফতি মিজানুর রহমান সাঈদ

      بسم الله الرحمن الرحيم. حامد ومصليا وبعد
আল হাইয়াতুল উল্ইয়ার একটি বিশেষ
জামাত বিগত মিটিং এর শীর্ষ উলামায়ে কেরামের সম্মিলিত সিদ্ধান্তটি আনুষ্ঠানিক ভাবে সরকারের নিকট হস্তান্তর করার জন্য আজ সকাল দশটায় এক বৈঠকে মিলিত হন। সিদ্ধান্ত গুলোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। অবশেষে সরকার তাদের মতামত জানিয়ে দেন যে, রমযান মাসে বার জন মুসল্লীদের অংশগ্রহণে এশা ও তারাবীর নামাজ (খতমে তারাবী বা সূরা তারাবী ) মসজিদেই অনুষ্ঠিত হতে পারবে ।
কিন্তু উলামায়ে কেরামের দাবী ছিল (এখনো আছে )যে, বিশেষ শর্ত সাপেক্ষে হলেও পাঁচ/দশ জনের সংখ্যা বিলুপ্ত করে সুস্থ লোকদের জন্য দশ মিনিট সময়ে জন্য হলেও মসজিদ গুলো খুলে দেয়া । দীর্ঘ আলোচনার পর চুড়ান্ত সিদ্ধান্তের জন্য বিষয়টি প্রধানমন্ত্রীর নিকট ন্যাস্ত করা হয়েছে। আগামীকালের মধ্যে দাবিটি নিয়ে প্রধানমন্ত্রীর মতামত আশা করা যাচ্ছে ।
উলামায়ে কেরাম তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছেন। বাকিটুকু আল্লাহ্ ভাল জানেন। সুতরাং আজকের বৈঠকে প্রত্যাশিত অর্জন তেমন কিছু না থাকলেও সরকার কর্তৃক পূর্ব ঘোষণা "মসজিদে তারাবী হবে না " থেকে ফিরে এসে সালাতে এশা ও তারাবী বার জনের অংশগ্রহণে মসজিদেই অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে । চুড়ান্ত প্রত্যাশা পূর্ণ অর্জন তখনই হবে ইনশাআল্লাহ যখন শীর্ষ উলামাদের দাবী অনুযায়ী প্রধানমন্ত্রীর ঘোষণা আসবে। তবে বর্তমান করোনা পরিস্থিতি ভয়াবহতার কারনে সংখ্যা নির্ধারণের পূর্ব সিদ্ধান্তের উপর সরকার কে কিছুটা অনড় অবস্থানে মনে হয়েছে।
আমাদের দায়িত্ব এখন বেশি করে দুআ করা । আল্লাহ্ তাআলার উপর ফয়সালা ছেড়ে দেয়া ।
السعي منا والاتمام من الله .والله علي ما نقول وكيل. والسلام عليكم ورحمة

No comments:

Post a Comment