Thursday, February 28, 2019

জামেউল কুরআন উসমান বিন আফফান রাঃ আল্লামা মামুনুল হক্ব দা: বা: ---

জামেউল কুরআন
উসমান বিন আফফান রাঃ
আল্লামা মামুনুল হক্ব দা: বা:
-----------
---------------------------

খেলাফতে রাশেদা মানে ইসলামী নেতৃত্বের সর্বকালীন প্রশ্নাতীত মানদন্ড ৷ রাসূলে আকরাম সঃ সব জেনেশুনেই চার খলীফায়ে রাশেদের ব্যাপারে নিরংকুশ আগাম স্বীকৃতি দিয়েছেন ৷ খেলাফতে রাশেদার এই নেতৃত্বই কেয়ামত পর্যন্তের জন্য সর্বোত্তম নেতৃত্বের আদর্শ ৷ চার খলীফাকে ইসলামী ইতিহাসের চার স্তম্ভ বলা চলে ৷ আল্লাহর নবীর হাতে প্রতিষ্ঠিত খেলাফতব্যবস্থা চার খলীফার সময়কালের ব্যপ্তি নিয়েই পূর্ণাঙ্গ মডেল হিসাবে উম্মতের জন্য দাড়িয়ে আছে ৷ চার খলীফার এক একজনের সময়ে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ সামনে এসেছে ৷ নিশ্চিতভাবেই বলা চলে, যার সময়ে যেই সমস্যা সামনে এসেছে, তিনি সেই সমস্যা সমাধানে সর্বোত্তম নেতৃত্বের আদর্শ স্থাপন করেছেন ৷ ভিন্নভাবে বললে- যেই চ্যালেঞ্জ মোকাবিলায় যেই পারঙ্গমতার দরকার ছিল, যেই সময়ের জন্য যেই নেতৃত্বগুনের প্রয়োজন ছিল, চার খলীফার প্রত্যেককেই আল্লাহ্ সেভাবে নেতৃত্বগুন দিয়ে বাছাই করেছেন এবং পয়গম্বরের জবানে তার আগাম ঘোষণা দেওয়ায়ে রেখেছেন ৷

ফিতনায়ে ইরতিদাদ, ভন্ড নবুওতের দাবী, যাকাত অস্বীকারের ফিতনাসমূহ নির্মূলে সিদ্দিকে আকবার ছিলেন সফল নেতৃত্বের অনন্য নযীর ৷
রোম-পারস্যসহ বিশ্বশক্তিগুলোকে পরাজিত করে ইসলামী খেলাফতের সীমান্ত বিস্তৃত করা ও ইসলামী রাষ্ট্রের অবকাঠামো বিনির্মাণ ও রাষ্ট্রের স্থায়ী ভিত গড়া ইত্যাদির জন্য ফারুকে আজম  ছিলেন সফল নেতৃত্বের উপমা ৷
বহু ভাষার ও বহ অঞ্চলের নতুন মুসলিমদেরকে এক উম্মাহর ইসলামী চেতনায় উজ্জীবিত করা, ভবিষ্যতে উম্মাহর মাঝে বিভক্তি তৈরি করতে পারে-এমন আশংকার দুয়ারগুলো বন্ধ করার এক দূরদৃষ্টিসম্পন্ন সফল নেতৃত্বের আদর্শ হলেন উসমান যিন্নূরাইন রাঃ ৷ পবিত্র কুরআন নিয়ে যখন মতপার্থক্যের কালো ধোঁয়া ধুমায়িত হচ্ছিল উম্মতের ঘরে ঘরে- ব্যক্তিতে ব্যক্তিতে, সেই নাযুক পরিস্থিতির মোকাবেলায় পবিত্র কুরআনের চমৎকার বিণ্যাস ও এক কেরাতের কুরআনের উপর পুরা উম্মতকে ঐক্যবদ্ধ করার মত অনবদ্য ইতিহাসের মহানায়ক তো আর কেউ নন! তাই তো ইতিহাস তাঁর এই দূরদৃষ্টি নেতৃত্বের স্বীকৃতি দিয়েছে "জামেউল কুরআন" অভিধায় অভিহিত করে ৷ জামেউল কুরআন মানেই উম্মতের ঐক্য প্রতিষ্ঠার মহান রূপকার ৷ অনৈক্যের বিষবাস্প দূর করে ঐক্যের বুনিয়াদ গড়তে পারা নেতৃত্বের দৃঢ়তা ও সফলতার অন্যতম মানদন্ড ৷
খারেজী ফেতনাবাজসহ উম্মতের মধ্যে গজিয়ে ওঠা বিভ্রান্ত দলগুলোর মূলোৎপাটনের জন্য শক্ত হাতে হালধারী  নেতৃত্বের অনন্য দৃষ্টান্তের নাম হল হযরত আলী মুরতাযা রাঃ ৷
ব্যক্তিগত সিফাতের দিক থেকে একএক খলীফায়ে রাশেদ ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যে উদ্ভাসিত হলেও নেতৃত্বগুনে তাঁরা প্রত্যেকেই ছিলেন সর্বোত্তম আদর্শ !

No comments:

Post a Comment