Friday, August 17, 2018

বিবাহ স্বরণীকা

বিবাহ স্মরণীকায় যা লিখা যাবে নিজের ইচ্ছা মত!!!

রোজ অমুক বার বিবাহ বন্ধনে আবদ্ব হন/ যুগল জীবনের শুভ সূচনা হয়৷

যে বাক্য গুলা লিখা যাবে তা হলো:
আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি এই যে,তিনি তোমাদার জন্য তোমাদের নিজেদের মধ্য হতে স্রীগণকে সৃষ্টি করেছেন,যেন তোমরা তাদের হতে শান্তি লাভ করো,আর তোমাদের উভয়ের মধ্যে ভালোবাসা ও সহানুভূতি সৃষ্টি করেছেন৷এতে চিন্তাশীল সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে৷
সূরা রুম, আয়াত:21

2/ দুনিয়ার সব কিছুই সম্পদ তবে দুনিয়ার সর্বাধিক শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে,পূণ্যবতী রমনী৷
3/আল্লাহ পাক প্রতিটি নর নারীকে,একেকটি জুটি হিসাবে সৃষ্টি করেছেন৷
4/ তোমাদের জন্মের পূর্ব হইতে এ মিলন নির্দারন করা হয়েছে৷
5/ যে স্ত্রী স্বমীর কাছে উত্তম,সে আল্লার কাছেও উত্তম৷
6/ তোমাদের মধ্যে সে ব্যক্তি উত্তম,যে স্বীয় স্ত্রীর নিকট উত্তম৷
আর আমি মুহাম্মাদ সা: আমার পণ্থীদের নিকট তোমাদের সকলের চেয়ে উত্তম৷
7/
আজ হলো তোমাদের শুভ পরিনয়, একে অন্যর মন করে নিয় জয়৷নব দুটি জীবনের আজ হলো সূচনা সূখে থাক সূখী হও এই মোর কামনা৷
উপমা স্বরুপ:
রোজ শুক্রবার আমার প্রিয় বন্দু নিঃসাতোর আঙ্গিনা পেরিয়ে শুভ্রতার সানাই বাজিয়ে মিলনের প্রদীপ হাতে নিয়ে কাংখিত সোনালী বাসর সাজাতে যাচ্ছে৷
রিক্তের দোয়ারে দাড়িয়ে  যদি মনে পরে আমার নাম ক্ষনিকের তরে দিও মোর এ লেখার দাম৷

No comments:

Post a Comment