অসম্ভব ভাল ছবি। এক কথায় অনবদ্য। বহুদিন পরে একটা ভাল ছবি দেখলাম।
আনন্দঘণ পরিবেশে মাগফিরাতের মহেন্দ্রক্ষণে যাওয়ার পথে -রহমতের ফাল্গুধারার বর্ষণে সিক্ত হয়ে, ছাতা হাতে অপলক নেত্রে তাঁকিয়ে যখন মনের গহিন থেকে আনন্দমনে ফেলফি তুলা হয়, তখন তা হবেই তো অনবদ্য।মাশাআল্লাহ, হযরত আপনি
একেবারে অপরূপ সৌন্দর্যের মূলে কুঠারাঘাত করেছেন। তৃতীয় বিশ্বের একটি উন্নয়নশীল দেশ হিসাবে আমরা যখন সম্রাজ্যবাদীদের চোখ রাঙ্গানো আর আমলাতান্ত্রীক জটিলতার শিকার হয়ে ক্রমশ এগিয়ে যাচ্ছি একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকে; ঠিক তখনি, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার এই ছবির মাঝে আমি খুঁজে পাচ্ছি অন্ধকার ঠেলে সামনে এগিয়ে যাওয়ার একটি সম্ভাবনা । আর
বিদেশী বেনিয়াদের কাছে বুদ্ধিবৃত্তিক দাসত্ব গ্রহন করার বিপক্ষে একটি সূক্ষ্ম বার্তা।

No comments:
Post a Comment