ঐতিহাসিক বিভ্রান্তি নিরসন -- (তথা-কথিত বিভ্রান্তকারী কিছু আলেম)
= বুখারীতে বর্ণিত ৮ রাক'আত সালাত তারাবীহর সালাত নয়
>> কেন ?
= কারন ইমাম বুখারী (রহঃ) হাদিসটি তাহাজ্জুদ অধ্যায়ে বর্ণনা করেছেন । তাই হাদিস টি তারাবীহর নয় তাহাজ্জুদের ।
>> আপনার জ্ঞানের অনেক প্রশংসা করতে হয় । জ্ঞান চর্চা আর বাড়ান । অন্যের কথার উপর নাচিয়েন না ।
= আমি কি ভুল বললাম ?
>> না আপনি তো বিশাল জ্ঞানের অধিকারী আপনি কি ভুল বলতে পারেন !
= ভাই আসল ব্যাপারটা কি বলবেন?
>> আসল ব্যাপারটা হল মিথাচার
= আপনারই তো মিথাচার করেন (খুশি খুশি ভাব)
>> দাঁড়ান!!! কে মিথ্যাচার করে দেখেন
= বলেন দেখি শুনি!
>> আমরা যখন বুখারীতে বর্ণিত ৮ রাক'আত তারাবীহর সালাতের কথা বলি, তখন আপনারা বলেনঃ ইমাম বুখারী (রহঃ) হাদিসটি তাহাজ্জুদ অধ্যায়ে বর্ণনা করেছেন । তাই হাদিস টি তারাবীহর নয় তাহাজ্জুদের ।
ঠিক আছে আপনি কি অনুচ্ছেদটি লক্ষ্য করেছেন?
অনুচ্ছেদঃ রমযানে ও অন্যান্য সময়ে নবী (সাঃ)- এঁর রাত জেগে ইবাদাত ।
ঠিক আছে আপনি কি অনুচ্ছেদটি লক্ষ্য করেছেন?
অনুচ্ছেদঃ রমযানে ও অন্যান্য সময়ে নবী (সাঃ)- এঁর রাত জেগে ইবাদাত ।
= ঠিক তো আছে নবী (সাঃ) তারাবীহর পাশাপাশি রাতে তাহাজ্জুদ পড়তেন ।
>> ও সরি, আপনারা তো আবার তারাবীহ ও তাহাজ্জুদের নামাযকে আলাদা ভাবেন । এ বিষয়ে কথা বলার ইচ্ছা নাই
তাই এবার আসল হাদিসটা নিনঃ
তাই এবার আসল হাদিসটা নিনঃ
[১৮৮৬] ইসমা'ঈল (রঃ)... আবূ সালামা ইবন আবদুর রাহমান (রঃ) থেকে বর্ণিত, তিনি আয়েশা (রাঃ)-কে জিজ্ঞাসা করেন যে, রমযানে রাসূলুল্লাহ (সাঃ)-এর সালাত কিরূপ ছিল? তিনি বললেন, রমযান মাসে ও রমযান ছাড়া অন্য সময়ে (রাতে) তিনি এগারো রাক'আত হতে বৃদ্ধি করতেন না । তিনি চার রাকআত সালাত আদায় করতেন, সে চার রাক'আতের সৌন্দর্য ও দৈর্ঘ্য ছিল প্রশ্নাতীত । এরপর চার রাকআত সালাত আদায় করতেন, তার সৌন্দর্য ও দৈর্ঘ্য ছিল প্রশ্নাতীত । এরপর তিন রাকআত সালাত আদায় করতেন । আমি [আয়েশা (রাঃ)] বললাম, ইয়া রাসূলাল্লাহ! আপনি বিতর আদায়ের আগে ঘুমিয়ে যাবেন? তিনি বললেনঃ হে আয়িশা! আমার দু'চোখ ঘুমায় বটে কিন্তু আমার কালব নিদ্রাভিভূত হয় না ।
সূত্রঃ
বুখারী শরীফ - ৩য় খন্ড
পৃষ্ঠা নং - ২৯৩
হাদিস নং - ১৮৮৬
#অধ্যায় - #তারাবীহর_সালাত
১২৫২ পরিচ্ছেদঃ #কিয়ামে_রমযান -এর (রমযানে তারাবীহর সালাতের) ফযীলত
সূত্রঃ
বুখারী শরীফ - ৩য় খন্ড
পৃষ্ঠা নং - ২৯৩
হাদিস নং - ১৮৮৬
#অধ্যায় - #তারাবীহর_সালাত
১২৫২ পরিচ্ছেদঃ #কিয়ামে_রমযান -এর (রমযানে তারাবীহর সালাতের) ফযীলত
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ
৪র্থ সংস্করণ
মার্চ ২০০৩
৪র্থ সংস্করণ
মার্চ ২০০৩
= !!! (মাথায় উপরে হাত)
>> মাথা চুলকান ক্যান ? মাথায় কি উকুন বেশি হয়ে গেল ?
আরেকটা কথা মনে রাখবেন উক্ত হাদিসটি ইমাম বুখারী (রহ) বুখারী শরীফে তিন জায়গায় বর্ণনা করেছেন ।
আরেকটা কথা মনে রাখবেন উক্ত হাদিসটি ইমাম বুখারী (রহ) বুখারী শরীফে তিন জায়গায় বর্ণনা করেছেন ।
এবার দেখুন তো কে মিথ্যাচার করে?
মিথ্যাবাদী দের ধংশ অনিবার্য । আল্লাহ তুমি আমাদের মিথ্যাবাদীদের হাত থেকে রক্ষা কর । আমীন ।

No comments:
Post a Comment